মেয়েটির নাম সাদিয়া Bangla Funny Love Story
মেয়েটির নাম সাদিয়া
Writer: Maruf Arman
-দোস্ত চল মেলা থেকে ঘুরে আসি?
-না দোস্ত আমি যাব না?
-কেন যাবি না?
-টাকা নাই মেলায় যেয়ে কি করব?
-আরে মেলায় গেলে টাকা লাগে নাকি, আমরা
তো সিগারেট ছাড়া আর কিছু খায় না, কাছে ৪০-৫০টাকা আছে হয়ে যাবে?
-চল তাহলে!
পার্কে মেলা হচ্ছে আর বন্ধু রাসেল জোর
করল মেলায় যাওয়ার জন্য। ব্যাচেলর লাইফ তাতে আবার মাসের শেষ। সমস্ত পকেট তল্লাশি চালিয়ে
১২টাকা পাওয়া গেল। আরেক বন্ধুর বডি স্প্রে চুরি করে মেখে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম।
ম্যাচ থেকে মেলায় যেতে দুজনের ২০টাকা লাগবে। সো আমাদের কাছে যেহেতু টাকা শর্ট তায় দুজনে
হাটতে হাটতে মেলায় গেলাম।
আমাদের উদ্দেশ্য মেলায় কিছুক্ষন ঘুরব,
তারপর দুজনে ২টা চা আর ২টা সিগারেট খেয়ে রুমে চলে আসব।
প্রায় ১০মিনিটের মতো মেলায় ঘোরার পর
বন্ধু রাসেল একটা মেয়ে পছন্দ করল।
-দোস্ত ওই যে নিল কালারের বোরকা পরা
মেয়েটাকে দেখছিস না ওটাকে খুব পছন্দ হইছে?
-হুমম মোটামুটি ভালো?
-মোটামুটি ভালো! তুই একটা মেয়ে পছন্দ
করে তার ফোন নম্বর নিয়ে দেখা? রাতে স্পিড আর বেনসন খাওয়াব!
-তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস?
-হুমম করছি?
-ওকে ডান। আর আমি না পারলে তোকে ডাবল
দেব?
-ওকে!
কিসের জন্য যে চ্যালেঞ্জটা করলাম! ১০-১৫মিনিট
ঘুরেও তেমন কোন মেয়ে পেলাম না যাকে পটানো যাবে। মনে হয় ওকে ডাবলই দিতে হবে? মাথায় কাজ
করছে না, বিড়ি খেতে হবে?
দোস্ত ১টা বিড়ি জ্বালিয়ে আমার হাতে
দিল, আর একটা ও টানছে। বিড়ি টানতে টানতে খেয়াল করলাম একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে।
পরনে লাল কালারের শাড়ি আর খোপায় একটা গোলাপ ফুল। মেয়েটার দিকে তাকিয়েই ক্রাশ খেয়ে ফেলছি।
আমি হাত ইশারায় ওকে হাই বলার চেষ্টা করলাম, ও দেখি মুখ ঘুরিয়ে নিলো। মনে মনে ভাবলাম
সাড়া পেয়েছি যখন একেই পটানো যাবে।
দোস্ত আর আমি মেয়েটার পিছু নিলাম। ১০মিনিটের
মতো মেয়েটার পেছনে ঘোরার পর ওর সাথে কথা বলার চেষ্টা করলাম।
-হাই?
-যারা সিগারেট খায় তাদের সাথে আমার
কোন কথা নাই?
একেবারে বোকাচোদা মেরে গেলাম। কি বলব
বুঝতে পারছি না? অবশেষে বুকে সাহস নিয়ে ওর সামনে গেলাম।
-প্লিজ একটু শুনো না? একটা কথা ছিল?
-কি বলবেন বলেন?
-সামনের গোল চত্তরে একটু বসি, চা খেতে
খেতে কথা বলা যাবে?
-আমি অপরিচিত কারোর কাছ থেকে কিছু খায়
না?
-মেলা উপলক্ষে, প্লিজ?
-হাতে কিন্তু সময় নাই?
-ওকে!
-বন্ধু তুমি ৩টা চিনি বেশি দিয়ে দুধ
চা নিয়ে আসো?
৩জনে বসে চা খেতে খেতে কথা বলতে লাগলাম।
ওর নাম সাদিয়া, এবার নতুন কলেজে উঠেছে। বান্ধবীর বাসায় আসার নাম করে মেলায় এসেছে। পরিবারের
ছোট মেয়ে, ওর একটা বড় বোন আর একটা ভাই আছে।
চা খাওয়ার মধ্যে ওকে এক প্রকার পটিয়েই
ফেললাম। ওর কাছে ফোন নম্বর চাইতেই ও বলল যে আমার নম্বরটা ওর কাছে দিতে। আমি আমার নম্ব্ররটা
ওর কাছে দিলাম, ও বলল যে রাত ১০টার সময় ও আমার কাছে ফোন দিবে।
ওর নাকি তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে
তায় ও উঠে চলে গেল। এদিকে আমার বন্ধুটা রাগে জ্বলছে, এত তাড়াতাড়ি মেঘ না চাইতেই বৃষ্টি
পাওয়ার জন্য।
দুজনে মেলায় আর না ঘুরে রুমের উদ্দেশ্যে
রওনা দিলাম।
-দোস্ত জানিস সাদিয়া নামের মেয়েরা ভালো
হয় না?
-নামের সাথে মেয়ের কি আসে যায়?
-তুই দেখিস রাতে ও তোকে ফোন দিবে না?
-আরে দিবে! আমার ভালোবাসায় পুরোপুরি
বিশ্বাস আছে?
-আরে দোস্ত ৫মিনিটে ভালোবাসা হয় না,
মেয়েটার মদ্ধে কোন ঘাবলা আছে?
-তুই আর একটা কথা বললে তোকে মেরে ফেলব?
শালা বিড়ি খেতে হবে, দাড়া ১টা লিভ নিয়ে আসি?
-মামা ১টা লিভ দিন তো? মানিব্যাগ কই
গেল? পকেটে তো মানিব্যাগ নাই? দোস্ত তুই টাকাটা দে না?
-আমার কাছে ১০টাকা ছাড়া আর নাই?
-আরে দে তো?
মেলায় প্রচুর পকেটমার থাকে। শালারা
অনেক বুদ্ধিমান, কিভাবে যে পকেটটা মারল? আর পকেট মেরেও ওর লাভ হয় নি? মানিব্যাগে ১২টাকা
আর ২টা আইডি কাডের ছবি ছাড়া আর কিছুই নাই? পকেটমার নিশ্চই আমাকে গালাগালি দিবে।
বিড়ি টানতে টানতে হাটতে লাগলাম, এমন
সময় অচেনা নম্বর থেকে একটা মেসেজ আসলো, পকেটে টাকা নাই আবার প্রেম করতে আসছে, পরের
বার টাকা না নিয়ে কোন মেয়ের পিছু নিবেন না।
-কে মেসেজ দিছে দোস্ত?
-তুই দেখ?
-আমি আগেই বলেছিলাম, সাদিয়া নামের মেয়েরা
ভালো হয় না…?
#কাল্পনিক
nice story ...
ReplyDeleteyou can join us.
SMsudipBD.Com