কেমন হবে যদি করোনার মধ্যে HSC পরীক্ষা নেওয়া হয়
![]() |
Hsc Exam |
প্রথমত আমাদের
বাঁচতে হবে। আগে জীবন তারপর অন্যকিছু। আমরা যদি বেঁচে না থাকি তাহলে আমাদের পরীক্ষা
দিয়ে কি হবে।
কিন্তু এখানে
একটা সমস্যা আছে, যদি আমরা বেঁচে থাকি তাহলে তো আমাদের সার্টিফিকেটের প্রয়োজন। কারন
এটা ছাড়া বর্তমান সমাজে কিছুই করা যাবে না।
পরীক্ষা আমাদের দিতে হবে। কারন পরীক্ষা ছাড়া কখনই মেধা যাচাই করা সম্ভব নয়। তবে সেটা করোনার মধ্যে নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে। আমি বলছি না যে, করোনা একেবারে নির্মূল হলে তারপর আমাদের পরীক্ষা নিতে হবে। কারন বিশেষজ্ঞরা ধারনা করেছেন, এই ভাইরাসটি একেবারে নির্মূল সম্ভব না, এটিকে আমাদের সাথে নিয়ে বেঁচে থাকতে হবে। তাই যা করতে হবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে।
কেমন হবে যদি করোনার মধ্যে HSC পরীক্ষা নেওয়া হয়
সাধারনত দেখা
যাচ্ছে করোনা ভাইরাস ছড়াচ্ছে খুব মারাত্বক পরিহারে। সংক্রমিত রোগীর আশেপাশে কেউ আসলে
তাকেও আক্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাইতো সরকার সবাইকে বাড়িতে থাকার নির্দেশ
দিচ্ছে। যাতে করোনা ভাইরাস যেন জনসাধারনের মধ্যে না ছড়াতে পারে।
এখন কথা হচ্ছে,
করোনা ভাইরাস যদি আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শ থেকে হয়, তাহলে এতগুলো HSC পরীক্ষার্থীরা
কীভাবে পরীক্ষা দিবে। আমাদেরও তো জীবনের মূল্য আছে, আমরাও তো বাঁচতে চাই।
আর করোনা
ভাইরাস সনাক্ত হতে সময় লাগে ১৪ দিন। কিন্তু সরকার আমাদের পরীক্ষা ৭ দিনে নেওয়ার পরিকল্পনা
করছে। যদি ৭ দিনে পরীক্ষা নেওয়া হয় তাহলে পরীক্ষার মধ্যে কেউ করোনায় আক্রান্ত হবে না,
আক্রান্ত হবে পরীক্ষার পর।
আর যদি পরীক্ষা
দিয়ে আমাদের করোনায় আক্রান্ত হতে হয়, তাহলে এমন পরীক্ষা দিয়ে আমাদের কি লাভ।
আমি বলছি
না যে, আমরা পরীক্ষা দেব না। পরীক্ষা অবস্যই দেব, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে।
সরকার আর একটা সিস্টেম করছে অটোপাশ করার। মানে পরীক্ষা ছাড়াই সবাই পাশ করবে। এই পদ্ধতিটাও খুব একটা ভালো না। কারন পরীক্ষার্থীরা যদি তাদের মেধা যাচাই করতে না পারে তাহলে এতদিন পড়ালেখা করে তারা তাদের যগ্যতা কিভাবে প্রকাশ করবে। এখানে তো সবাই পাশ করছে কেউ ফেল করছে না। মানে ভালো খারাপ সব শিক্ষার্থীরাই সমান।
পরিশেষে বলছি, সরকারের যেটা করতে হবে ভেবেচিন্তে সবার কথা মাথায় রেখে করতে হবে। কারন আমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ।
koronar moddhe hsc chai nah
ReplyDeletevalo hobe na...
ReplyDeleteby
SMsudipBD.Com