Marlboro Advance Bangla Story
![]() |
Marlboro Advance |
Marlboro Advance
Writer: Maruf Armanদিনটি ১৫ই জুলাই বুধবার, সকালে ঘুম থেকে উঠলাম ৮টার দিকে, ঘুম থেকে উঠে চিন্তা করলাম আজ Marlboro Advance খাবোই, যেমন ভাবা তেমন কাজ, সারা রুম খোজাখুজি করে ২০টাকা পাওয়া গেল, সেটাও আবার কাল রাতে আম্মুর কাছ থেকে চুরি করা।
সাইকেলটা নিয়ে রওনা হলাম Marlboro Advance এর উদ্দেশ্যে, সকালে খাওয়া দাওয়া তো দুরের কথা দাত ব্রাশ পর্যন্ত করতে পারি নাই শুধু বিড়ি খাওয়ার টানে, এদিকে আবার যেতে হবে বাসা থেকে ২টা বাজারের পরের বাজারে, কারন এদিকে Marlboro Advance পাওয়া যায় না।
প্রায় ৩০মিনিটের মতো সাইকেল চালিয়ে চলে আসলাম সেই বাজারে, ৮-৯টা দোকান খুজেও কোথাও Marlboro Advance পাওয়া গেল না, মাথাটা গরম হয়ে গেল, চিন্তা করলাম যত দুরে আর যত দেরি হোক না কেন আজ Marlboro Advance না খেয়ে যাব না, রওনা হলাম পরের বাজারের উদ্দেশ্যে, সেটা আবার এখান থেকে ১৫মিনিটের মতো পথ, কোন কষ্টই আজ বাধা দিতে পারবে না, আজ Marlboro Advance খাবোই।
অনেক কষ্টের পর চলে আসলাম কাঙ্খিত বাজারে, ৩-৪টা দোকান খোজাখুজির পর পেয়ে গেলাম সেই স্বপ্নের Marlboro Advance. কিন্তু দাম চাচ্ছে ২২টাকা।
-আঙ্কেল ২০টাকার বেশি তো কাছে টাকা নাই?
-সিগারেট বাকি হবে না?
-আঙ্কেল না দিলে হবে না, অনেক কষ্ট করে এখানে আসছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার টাকা দিয়ে দেব একটা সিগারেট দেন?
আঙ্কেলের মনেহয় দয়া হলো, সে একটা Marlboro Advance আমার দিকে এগিয়ে দিল, আমি মনের আনন্দে সিগারেটটা জ্বলিয়ে যেই বেঞ্চে বসতে যাব সেই দেখি গার্লফ্রেন্ডের বাবা আমার দিকে আসছে, আমি সঙ্গে সঙ্গে সিগারেটটা পায়ের নীচে দিয়ে চেপে নষ্ট করে দিলাম।
-তুমি এখানে কি কর?
-একটা বন্ধুর সাখে দেখা করতে আসছিলাম আঙ্কেল?
-দেখা হয়ে গেছে?
-না এখনও দেখা হয়নি, ও আসছে?
-তো আসো একসাথে চা খাই?
-না আঙ্কেল থাক চা খাব না?
আঙ্কেল চলে গেল, সাথে Marlboro Advance এর গুস্টি উদ্ধার করে দিয়ে গেছে।
কি আর করার মনের কষ্টে সিগারেট না খেয়ে সাইকেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
সবশেষে একটাই কথা, প্রেম করা যাবে না, আজ যদি প্রেম না করতাম তাহলে Marlboro Advance টা শান্তিতে খেতে পারতাম।
osam story
ReplyDeleteSMsudipBD.Com