 |
Muslim Praying |
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “যে সকল বড় গুনাহ সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সে সব বড় গুনাহ থেকে বেচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো।”
সহিহ বুখারীর এক বর্ণনা অনুসারে, পাঁচটি বড় গুনাহ থেকে বিরত থাকতে আল্লাহর রাসূল আমাদের আদেশ করেছেন।
১:শিরক:
শিরক করা তথা আল্লাহর সাথে অন্য কোন কিছুকে অংশীদার করা বা তার ইবাদত করা আল্লাহর অধিকারে হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ও দয়া থেকে বঞ্চিত হয় এবং তাওবা না করলে মৃত্যুর পর অনন্তকালের জন্য জাহান্নামী হয়।
২:জাদুবিদ্যা:
জাদুবিদ্যার চর্চা মানুষের মাঝে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করে এবং মানুষের মধ্যকার সম্পর্কসমূহ বিনষ্ট হয়। আর এটা কুফরের অন্তর্গত।
৩:খুন:
ইসলামে স্বীকৃত কারণসমূহ ছাড়া অন্যায়ভাবে কাউকে খুন করা গুরুতর পাপ। এর মাধ্যমে মানুষের আল্লাহ প্রদত্ত বাঁচার অধিকার চরমভাবে খর্ব হয়, সমাজের শান্তি ও নিরাপত্তা চরমভাবে বিনষ্ট হয় এবং মানুষে মধ্যে বিভেদের প্রাচীর তৈরী করে।
৪:সুদ:
কোন সমাজের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করতে হলে সুদের চেয়ে কার্যকর অন্য কিছুই নেই। সুদ সমাজের অর্থনৈতিক ভারসাম্যকে বিনষ্ট করে এবং সমাজের সকল কিছু মানুষের মাঝে কুক্ষিগত করে ধনী-গরীবের মাঝে আকাশ-যমিন বৈষম্য তৈরি করে।
৫:এতিমের সম্পদ আত্মসাৎ:
এতিমের সম্পদ আত্মসাৎ সমাজের এতিম, অনাথ শিশুদের নিঃস্ব করে তোলে এবং জীবনযাত্রার প্রয়োজনে তারা তখন বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে।
No comments