Header Ads

Header ADS

মানবজীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় যে ৫টি গুনাহ

Muslim Praying
Muslim Praying

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “যে সকল বড় গুনাহ সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সে সব বড় গুনাহ থেকে বেচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো।”
সহিহ বুখারীর এক বর্ণনা অনুসারে, পাঁচটি বড় গুনাহ থেকে বিরত থাকতে আল্লাহর রাসূল আমাদের আদেশ করেছেন।


১:শিরক:

শিরক করা তথা আল্লাহর সাথে অন্য কোন কিছুকে অংশীদার করা বা তার ইবাদত করা আল্লাহর অধিকারে হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ও দয়া থেকে বঞ্চিত হয় এবং তাওবা না করলে মৃত্যুর পর অনন্তকালের জন্য জাহান্নামী হয়।


২:জাদুবিদ্যা:

জাদুবিদ্যার চর্চা মানুষের মাঝে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করে এবং মানুষের মধ্যকার সম্পর্কসমূহ বিনষ্ট হয়। আর এটা কুফরের অন্তর্গত।


৩:খুন:

ইসলামে স্বীকৃত কারণসমূহ ছাড়া অন্যায়ভাবে কাউকে খুন করা গুরুতর পাপ। এর মাধ্যমে মানুষের আল্লাহ প্রদত্ত বাঁচার অধিকার চরমভাবে খর্ব হয়, সমাজের শান্তি ও নিরাপত্তা চরমভাবে বিনষ্ট হয় এবং মানুষে মধ্যে বিভেদের প্রাচীর তৈরী করে।


৪:সুদ:

কোন সমাজের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করতে হলে সুদের চেয়ে কার্যকর অন্য কিছুই নেই। সুদ সমাজের অর্থনৈতিক ভারসাম্যকে বিনষ্ট করে এবং সমাজের সকল কিছু মানুষের মাঝে কুক্ষিগত করে ধনী-গরীবের মাঝে আকাশ-যমিন বৈষম্য তৈরি করে।
 

৫:এতিমের সম্পদ আত্মসাৎ:

এতিমের সম্পদ আত্মসাৎ সমাজের এতিম, অনাথ শিশুদের নিঃস্ব করে তোলে এবং জীবনযাত্রার প্রয়োজনে তারা তখন বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে।

No comments

Powered by Blogger.